_copy_640x360-2023-07-05-17-09-14.jpg)
যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে রাশিয়া ও সিরিয়া। বুধবার (৫ জুলাই) শুরু হয়ে এ মহড়া ছয় দিন চলবে।
রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়ার প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনোভ মঙ্গলবার রুশ সংবাদ সংস্থাগুলোকে এ তথ্য জানান।
গুরিনোভ বলেন, ‘বিমান হামলা প্রতিরোধে দুই পক্ষের বিমান বাহিনী, প্রতিরক্ষা বাহিনী ও ইলেক্ট্রনিক যুদ্ধ সরঞ্জাম নিয়ে কাজ করা সেনাদের কৌশল ঝালাই করতে এ প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছিল।’
আপনার মূল্যবান মতামত দিন: