
অধিকারপত্র ডেস্ক: মুন্সীগঞ্জ সিরাজদিখানের মালখানগর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে । এ কমিটিতে হাজী মকবুল হোসেন আনুকে সভাপতি ও আহসানুল ইসলাম আমিনকে পূনরায় সাধারণ সম্পাদক করা হয় । দলীয় শৃংঙ্খলা ভঙ্গ এবং অ-সামাজিক কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সভাপতি মোঃ বাবুল কাজীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় ।এতে সভাপতির পদটি শূণ্য হয় এবং আগের কমিটির মেয়াদও শেষ হয় । মালখানগর ইউনিয়ন যুবলীগের কমিটি: ২০ সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রাকিব ও ১ম যুগ্ম আহবায়ক মাসুদ লস্করের স্বাক্ষরিত এক চিঠিতে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয় । প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সকলের দোয়া এবং সহযোগিতায় তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার ইচ্ছা প্রকাশ করেন । সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান ।
আপনার মূল্যবান মতামত দিন: