
রাজধানী ঢাকার গুলিস্তান, মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতি ও ছিনতাইকালে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
তাদের কাছ থেকে চাকু, ছুরি, ক্ষুরসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন ডাকাতি ও ১০ জন ছিনতাইয়ে জড়িত। গত বুধবার রাতে এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে শাহবাগ থানাধীন গুলিস্তানের হযরত গোলাপ শাহ্ মাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সজিব মোল্লা, অন্তর দাস ওরফে শান্ত, মো. নাসির উদ্দিন, মো. আলাউদ্দিন ঢালী, মো. বাবু ও মো. পারভেজ মিয়া।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: