ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হজ শেষে ওমরাহ মৌসুম শুরু করেছে সৌদি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ২১:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ২১:৩৩

পবিত্র হজ শেষে নিজ দেশে ফিরছেন হজযাত্রীরা। এবার নতুন ওমরাহ মৌসুম শুরু করেছে সৌদি আরব।গতকাল মঙ্গলবার (১১ জুলাই) সৌদি আরব ও উপসাগরীয় (জিসিসি) দেশগুলোর নাগরিক ও বাসিন্দাদের জন্য অনলাইনে ওমরার আবেদন গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এসপিএ।

আগামী ১৯ জুলাই (১ মহররম) থেকে অন্যান্য দেশের যাত্রীদের ওমরাহ পালন শুরু হবে। জানা যায়, অনলাইনে ওমরাহ ভিসা আবেদন সম্পন্ন করার ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা পাওয়া যাবে।

এখন ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। তা ছাড়া এতে নারী ওমরাযাত্রীর সঙ্গে একজন পুরুষ অভিভাবক থাকা এবং স্বাস্থ্য বিষয়ক শর্তগুলো শিথিল করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: