ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বঙ্গমাতার জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণার সুপারিশ

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৪৬

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৪৬


বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর জন্মদিনটি ‘জাতীয় দিবস’ হিসেবে পালন করার সুপারিশ করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই সুপারিশ করেছে।
বুধবার সংসদ সচিবালয়ে কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। রেবেকা মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য মনোয়ারা বেগম ও রিফাত আমিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’ -এর বাস্তবায়ন নিয়ে আলোচনাকালে কমিটির সদস্যরা এবিষয়ে সচেতনতা সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: