odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

বিএনপির পদযাত্রা নিয়ে ডিএমপির আপত্তি নেই : এ্যানি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ July ২০২৩ ২১:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ July ২০২৩ ২১:৫৮

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী ১৮ ও ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে বিএনপির পদযাত্রা। এ বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আপত্তি নেই।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে বেলা ১১টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে পদযাত্রার বিষয়ে বৈঠক করতে ডিএমপি সদর দপ্তরে যান এ্যানির নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল।

সেখান থেকে বের হয়ে তিনি বলেন, আমরা আগামী ১৮ এবং ১৯ জুলাই দুটি কর্মসূচি ঘোষণা করেছি। এর মধ্যে একটি হলো গাবতলী থেকে শুরু করে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা। আরেকটি হলো উত্তরা আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত।

এই পদযাত্রা নিয়ে তাদের (ডিএমপি) খুব একটি আপত্তি নেই। আমরা ওনাদের সহযোগিতা কামনা করেছি। আশা করি তারা আমাদের সহযোগিতা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: