ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির গল্পে হলিউডে ডকুমেন্টারি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ July ২০২৩ ২৩:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ July ২০২৩ ২৩:২৭

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলারের রিজার্ভ চুরি এবং হ্যাকারদের মিশনের গল্প নিয়ে একটি ডকুমেন্টারি নির্মিত হয়েছে হলিউডে। এবার প্রকাশ হলো সেই ডকুমেন্টারির ট্রেলার। ‘বিলিয়ন ডলার হেইস্ট’ শিরোনামের এই ডকুমেন্টারিতে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং হ্যাকারদের একটি টাইপিংয়ের ভুলে কিভাবে আরও অর্থ আটকে গিয়েছিল সেই গল্প। 

‘বিলিয়ন ডলার হেইস্ট’-এর ট্রেলারে দেখা গেছে, কিভাবে একদল সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’ জানিয়েছে, ২০১৬ সালে বাংলাদেশের রিজার্ভ চুরির ওই ঘটনাকে উপজীব্য করে নির্মিত ‘বিলিয়ন ডলার হেইস্ট’ নামের ডকুমেন্টারিটি তৈরি। ড্যানিয়েল গর্ডন পরিচালিত এ ডকুমেন্টারি নির্মিত হয়েছে ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ব্যানারে। এটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।

সূত্র : দ্য ভার্জ 



আপনার মূল্যবান মতামত দিন: