odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

এক দিন পিছিয়ে শুক্রবার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৭ July ২০২৩ ০৩:৫৪

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৭ July ২০২৩ ০৩:৫৪

নিজস্ব প্রতিবেদক:

পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের পরিবর্তে রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলের তিন সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (২৮ জুলাই) রাজধানীতে দুপুরে এ সমাবেশ হবে।

আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের পরিবর্তে শুক্রবার পুরনো বাণিজ্য মেলার মাঠে যৌথ সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। তাই আগামীকাল বৃহস্পতিবারের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: