odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

বিএনপি নেতা গয়েশ্বর-আমান-আব্দুস সালামকে আটকের অভিযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ July ২০২৩ ১৮:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ July ২০২৩ ১৮:৪৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে ধোলাইখাল মোড়ে অবস্থান করছিলেন তিনি। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ ছাড়াও রাজধানী থেকে আমান উল্লাহ আমান, আব্দুস সালাম আজাদকেও আটক করেছে পুলিশ।

বিএনপির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। অবস্থান কর্মসূচি পালনকালে যাত্রাবাড়ীসহ বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের খরব পাওয়া গেছে।

আজ শনিবার বেলা ১১টা থেকে ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালনে মাঠে নামে বিএনপি।

অন্যদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ শনিবার তাদের কর্মসূচি স্থগিত করলেও ঢাকা শহরজুড়ে 'সতর্ক পাহারায়' থাকার ঘোষণা দিয়েছে।

রাজনৈতিক এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পুলিশ জানিয়েছে, কেউ শনিবার কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তারা কঠোর ব্যবস্থা নেবে। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: