odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ July ২০২৩ ১৮:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ July ২০২৩ ১৮:৩১

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৫৬টি ভোট কেন্দ্রের এক হাজার ২৬১টি বুথে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ কর্মকর্তা থাকবে চার হাজার ১০৬ জন। ভোট কেন্দ্রগুলোতে বসানো হয়েছে এক হাজার ৪০৭টি সিসি ক্যামেরা।

নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  তারা হলেন—আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভুঁইয়া ‘রকেট’, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ‘সোনালী আঁশ’ ও গণমুক্তি জোটের রশিদ মিয়া ‘ছড়ি’ প্রতীকে নির্বাচন করছেন। 

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আজ (৩০ জুলাই) উপনির্বাচন।



আপনার মূল্যবান মতামত দিন: