odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

সুস্থ জীবনযাত্রায় আসছে ‘ই-সার্ভিস’

ডেক্সবার্তা | প্রকাশিত: ১০ October ২০১৭ ১৮:৩৬

ডেক্সবার্তা
প্রকাশিত: ১০ October ২০১৭ ১৮:৩৬


সুস্থ জীবনযাত্রায় প্রয়োজনীয় তথ্যাদি ই-সার্ভিসের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর পদক্ষেপ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। নাগরিক অধিকার, মা ও শিশু পরিচর্যা, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিয়ে ও যৌতুক রোধ ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় তথ্য শিগগীরই পাওয়া যাবে গণযোগাযোগ অধিদপ্তরসহ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের ‘ই-সার্ভিস রোডম্যাপ ২০২১’ অবহিতকরণ সভায় চলতি অর্থবছর থেকেই এই ডিজিটালকরণ শুরু হচ্ছে যা পর্যায়ক্রমে ২০২১ সালের মধ্যে শেষ হবে বলে জানানো হয়। তথ্যসচিব মরতুজা আহমদ প্রধান অতিথি হিসেবে এবং মন্ত্রণালয়ের সংস্থাগুলোর প্রধানগণসহ সকল কর্মকর্তা সভায় যোগ দেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন সংস্থাটির ৮০৯টি সেবা ২২৩টি ই-সার্ভিসের মাধ্যমে জনগণ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সরবরাহ করা হবে তা সভায় তুলে ধরেন।



আপনার মূল্যবান মতামত দিন: