
বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সহিংসতার ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জবাবদিহিতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে।
গতকাল সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।
ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গে একজন সাংবাদিক গত সপ্তাহে রাজনৈতিক বিক্ষোভ ও সহিংসতার কথা তুলে ধরেন।
তিনি জানতে চান, বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কী পদক্ষেপ নেবে?
জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গত সপ্তাহান্তে বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভকে ঘিরে ভয় দেখানো এবং রাজনৈতিক সহিংসতার খবর নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার খবরগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদেরকে জবাবদিহি করাতে উৎসাহিত করি।
আপনার মূল্যবান মতামত দিন: