

চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, সফরকালে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরত নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।রোহিঙ্গা সমস্যা সমাধানের উন্নয়ন হবে।
তিনি বলেন, এ ছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়ে নিয়েও মিয়ানমারের সঙ্গে আলোচনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ২৫ অক্টোবর দেশে ফিরবো। সফরকালে রাখাইন রাজ্য পরিদর্শন করতে অনুমতি চাইবো।
আপনার মূল্যবান মতামত দিন: