odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ August ২০২৩ ১৮:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ August ২০২৩ ১৮:০৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

গতকাল এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে বেআইনিভাবে অন্যায়ভাবে ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো দেশে প্রতিক্রিয়া হয়েছে এব্ং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছে। এই রায়ের প্রতিবাদে আমরা শুক্রবার (৪ আগস্ট) সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে বাদ জুমা প্রতিবাদ সমাবেশের ঘোষণা করছি। দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার যৌথ উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: