
চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে টাইফুন ডকসুরির প্রভাবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন।
গত ২৮ জুলাই চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে টাইফুন ডকসুরি আঘাত হানে। প্রবল বৃষ্টিতে হেবেই প্রদেশ, পার্শ্ববর্তী শহর বেইজিং ও তিয়ানজিং পানিতে তলিয়ে যায়।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ অঞ্চলগুলোতে সর্বমোট ৩০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে জনবহুল প্রদেশ হেবেই থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছয় লাখ ২৭ হাজারের মতো মানুষকে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ।
টাইফুন ডকসুরির প্রভাবে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে অঞ্চলটি। ২০২১ সালেও প্রবল বন্যায় তিন শতাধিক মানুষ মারা যায় চীনে।
সূত্র : সিসিএন
আপনার মূল্যবান মতামত দিন: