ঢাকা | সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপির দাবির সঙ্গে বিজেপির একাত্মতা প্রকাশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩ ০৫:১২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩ ০৫:১২

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সঙ্গে বিজেপি একাত্মতা প্রকাশ করছে। আমরা মনে করি, এই জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপি। বিএনপির এ দাবি ন্যায্য দাবি। এ দাবি কোনো দলের দাবি নয়।

এ দাবি এখন সারা বাংলাদেশের মানুষের দাবি। তাই আমরা এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা খুব দ্রুত কর্মসূচি নিয়ে রাজপথে দাঁড়াব।’

আজ রবিবার বাংলাদেশ জাতীয় পার্টির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে ‘গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান। 



আপনার মূল্যবান মতামত দিন: