ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিচ্ছেদ ঘোষণার পরও একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ট্রুডো-সোফি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ০৫:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩ ০৫:২৯

বিচ্ছেদ ঘোষণার পর এবার একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। যদিও এবারের অবকাশ যাপন একটু ভিন্ন। কারণ গত সপ্তাহে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে।

জানা গেছে, বর্তমানে তারা রয়েছেন ব্রিটিশ কলম্বিয়ায়। তিন সন্তানের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় সেখানে ছুটি কাটাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।  

তবে তারা কোথায় থাকবেন তা প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দিষ্ট করে বলেনি। তবে বলেছে, তারা ১৮ আগস্ট অটোয়ায় ফিরবেন।

উল্লেখ্য, ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটলেও এই দম্পতি তাদের সন্তানদের দেখভালে তারা প্রতিশ্রুতবদ্ধ।  



আপনার মূল্যবান মতামত দিন: