odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 31st January 2026, ৩১st January ২০২৬

ভারতে ট্রেনে আগুন, নিহত অন্তত ১০

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ August ২০২৩ ২৩:৫২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ August ২০২৩ ২৩:৫২

ভারতে ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় সময় শনিবার ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ওই কোচে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তীর্থযাত্রীরা কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিল। 

সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিল। অনেকেই আগুন লাগার পর বগি থেকে বের হতে পারলেও প্রবীণরা পারেননি। স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস



আপনার মূল্যবান মতামত দিন: