ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

তাজিকিস্তানে ভারি বর্ষণে ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ০০:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ০০:২৪

তাজিকিস্তানের মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে সোমবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে। মধ্য এশিয়ার পার্বত্য দেশটিতে আঘাত হানা সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ এটি।

দেশটির জরুরি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, রাজধানী দুশানবের ঠিক দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই মৃত্যু ঘটেছে, যেখানে রবিবার ঝড়ের কারণে ডজনখানেক জেলায় ‘কাদার ধস, পাথর ও ভূমিধস’ হয়েছে। 

প্রেসিডেন্ট ইমোমালি রহমানের কার্যালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘ভারি বৃষ্টির কারণে রবিবার একটি প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং এতে ১৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জন ভাহদাত ও দুজন রুদাকি জেলার।

এ ছাড়া আরো ভূমিধস হওয়ার ‘উচ্চ’ ঝুঁকি রয়েছে বলেও মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। 

সূত্র: এএফপি 



আপনার মূল্যবান মতামত দিন: