odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

বঙ্গবন্ধুর সহচরের ছেলে হয়েও আ.লীগ করতে পারি না’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ August ২০২৩ ০০:২৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ August ২০২৩ ০০:২৩

বঙ্গবন্ধুর সহচর ও সাবেক দুইবারের সাংসদ মরহুম মোবারক হোসেনের ছেলে হয়েও আজ আমি আ.লীগ করতে পারি না। যে ফেস্টুনে জাতির পিতা ও শেখ হাসিনার ছবি থাকে সে ফেস্টুন কীভাবে ছেঁড়ে? এরা কেমন আ.লীগার বলে মন্তব্য করেছন সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্যের ছেলে ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যে এমপি হওয়ার আগেই জাতির জনক ও তার কন্যাকে অবমাননা করে তারা কীভাবে আ.লীগের মনোনয়ন দাবি করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আ.লীগের সভাপতি আব্দুল হাইসহ আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ তৃণমূল আ.লীগের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: