odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩০ August ২০২৩ ২২:২৪

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩০ August ২০২৩ ২২:২৪

অধিকারপত্র ডেক্স :

রাজধানীর নয়াপল্টনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছেন বিএনপির নেতাকর্মীরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করছেন তারা। আজ বুধবার (৩০ আগস্ট) বিকেল ৩টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচি পালন করছে।

তবে, গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখে কালো কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই কর্মসূচির পরিবর্তন এনে মানববন্ধন করছেন তারা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান মানববন্ধনে সূচনা বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মানববন্ধনে সভাপতিত্ব করছেন। এতে উপস্থিত আছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 



আপনার মূল্যবান মতামত দিন: