odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

দুঃশাসনের ষোলোকলা পূর্ণ হয়ে গেছে, সরকারকে কেউ রক্ষা করতে পারবে না:গয়েশ্বর চন্দ্র রায়

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২ September ২০২৩ ০৫:২১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২ September ২০২৩ ০৫:২১

অধিকারপত্র ডেক্স :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকারের দুঃশাসনের ষোলোকলা পূর্ণ হয়ে গেছে। এখন তাদের বিদায় নিতেই হবে। পৃথিবীর কোনও শক্তি এই সরকারকে রক্ষা করতে পারবে না।’

তিনি বলেন, ‘এই সরকারের ফ্যাসিবাদ শাসন হানাদার বাহিনীর শাসনকেও হার মানিয়েছে। হানাদার বাহিনী নিরীহ মানুষকে ধরে নিয়ে হত্যা করতো এবং গুম করতো। এখন তার চেয়েও ভয়াবহ অবস্থা। কথায় কথায় গুলি করে হত্যা করা হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে। কবরে থাকা মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে।’ আজ শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকালে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু এমন বাংলাদেশ চাইনি, যেখানে কথা বলা যাবে না, ভোট দিতে পারবো না। স্বাধীনতার চেতনা আর টাকা পাচার এক নয়। স্বাধীনতার চেতনা হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ও অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। সমাবেশ শেষে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে শহরে র‌্যালি বের করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: