odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

নাশকতার মামলা : ফখরুল-রিজভীসহ আটজনের বিরুদ্ধে বিচার শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ September ২০২৩ ১৯:৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ September ২০২৩ ১৯:৫১

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। 

মামলার অপর আসামিরা হলে- যুবদলের নেতা আজিজুল বারি হেলাল, সাইফুল ইসলাম নিরব, মোয়াজ্জেম হোসেন ওরফে বাবু, কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু, খন্দকার এনামুল হক এনাম ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ।



আপনার মূল্যবান মতামত দিন: