ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কিম

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৬

চলতি মাসে উত্তর কোরিয়ার কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন। একজন মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেছেন, সফরে ইউক্রেনের যুদ্ধকে সমর্থন করার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন উত্তর কোরিয়া। তবে বৈঠকটি কোথায় হবে তার সঠিক অবস্থান স্পষ্ট নয়।

উত্তর কোরিয়া বা রাশিয়া থেকে প্রকাশিত বা অন্যান্য মার্কিন মিডিয়ায়ও এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। 

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যে দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার নতুন তথ্য পাওয়ার পরে সম্ভাব্য বৈঠকটি হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: