odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ September ২০২৩ ২২:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ September ২০২৩ ২২:০০

চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান। শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব চট্টগ্রাম ভক্তদের উন্মাদনার কয়েকটি ছবি পোস্ট করে। পোস্ট করে ভিডিও। সেখানে ভক্তরা শাহরুখ শাহরুখ বলে চিৎকার করতে থাকে। 

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ ফ্যান ক্লাব থেকে সিনেমা হল ভাড়া করে ‘জাওয়ান’ দেখেছেন অনুরাগীরা। তারই অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামে তারা বিশেষ শোয়ের আয়োজন করেন। সেসবেরই কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব। 

টুইটারে প্রকাশিত পোস্টটি রিটুইট করে শাহরুখ খান লিখেছেন— থ্যাংক ইউ চট্টগ্রাম।

জানা গেছে,  চট্টগ্রামের শাহরুখ ভক্তরা একাধিকবার সিনেমাটি দেখেছে। হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন তারা। নিজের দেশের বাইরে ভক্তদের এমন ভালোবাসা দেখে আবেগী হয়ে উঠেছেন শাহরুখও।

বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট।দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। টিকিটের জন্য হাহাকার লেগে গেছে। 



আপনার মূল্যবান মতামত দিন: