ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

লিবিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১১,৩০০ ছুঁয়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৪

লিবিয়ার দেরনার উপকূলে ভেসে যাওয়া মৃতদেহ উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়েই চলছে। লিবিয়ান রেড ক্রিসেন্টের মতে, গত রবিবার এবং সোমবার পূর্ব লিবিয়ান বন্যায় এখন পর্যন্ত ১১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। ঝড় ড্যানিয়েলের আঘাতে দেরনায় বাঁধ ভেঙে যায়।

ফলে পুরো শহরটি ভেসে যায় এবং হাজার হাজার মানুষও সমুদ্রে ভেসে যায়।

আন্তর্জাতিক এই সাহায্য গোষ্ঠীর সেক্রেটারি-জেনারেল মারি এল-ড্রেস ফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ভূমধ্যসাগরীয় এই শহরে আরো ১০ হাজার ১০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। লিবিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ এর আগে দেরনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার বলেছিল। এছাড়া ঝড় ড্যানিয়েলের আঘাতে দেশটির অন্যত্র অঞ্চলে প্রায় ১৭০ জন নিহত হয়েছেন। 

সূত্র: আলজাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: