বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে। শনিবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় ও জনসাধারণের শ্রদ্ধার মধ্য দিয়ে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকাল পৌনে ৩টায় তার কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে পৌঁছায়।
দাফন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন,
“আল্লাহ হাদিকে শাহাদাতের জজবা হিসেবে কবুল করেছেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি তৃতীয় শহীদ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন,
“শহীদ শরীফ ওসমান হাদি এখন ইতিহাসের অংশ। তার পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের অংশ। বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে টেনে নিয়েছে।”
বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
দাফনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটওয়ারীসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে গুরুতর আহত করে ওসমান হাদিকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন।
🟥 কবি নজরুলের পাশে চিরনিদ্রায় ওসমান হাদি, রাষ্ট্র ও জনতার শ্রদ্ধায় সম্পন্ন দাফন
OsmanHadi #শরীফ_ওসমান_হাদি #KaziNazrulIslam #ঢাকা_বিশ্ববিদ্যালয়
#জাতীয়_সংসদ #বাংলাদেশ_রাজনীতি #অধিকার_পত্র

আপনার মূল্যবান মতামত দিন: