odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

আর্জেন্টিনার জালে মরক্কোর ৭ গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ September ২০২৩ ২২:০২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ September ২০২৩ ২২:০২

স্বাগতিক মরক্কোর কাছে ফুটসাল প্রীতি ম্যাচে আকাশী-সাদা জার্সিধারীরা হেরেছে ৭-০ গোলে। ম্যাচের শুরুতে ওটমানে বুমেজুর গোলে এগিয়ে যায় মরক্কো। এরপর ব্যবধান দ্বিগুণ করেন আনাস এল আইয়ানে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইসমাইল আমজাল।

চতুর্থ ও পঞ্চম গোলটি করেন সুফিয়ান এল মেসরার এবং ইদ্রিস রাইস এল ফেন্নি।

মরক্কোর ষষ্ঠ গোলটি আসে সোফিয়ান চাররাউইয়ের কাছ থেকে। আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠুকেন আবদেলক্রিম আনবিয়া। দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) মুখোমুখি হবে এই দু’দল।



আপনার মূল্যবান মতামত দিন: