
শিক্ষাই জাতির মেরুদন্ড ।একথাটা আমরা সবাই জানি ।সারা বছর পড়াশুনা করে আমরা পরীক্ষা দেই।
কিন্তু সে পরিক্ষাটি কতটা পরিক্ষিত ।শিক্ষা মানুষ কে আলোর মুখ দেখায় ।প্রমথ চৌধুরী বলেছেন স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত ।
আজ সে শিক্ষাই হুমকির মুখে ।রাত যত বারছে প্রশ্ন তত প্রকাশ হচ্ছে ।
টাকার বিনিময়ে মিলছে প্রশ্নপত্র ।এমনি এক গোপন সংবাদ মিলছে যায়গায়
জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে পাওয়া যায় জে এস সি ও জে ডি সির প্রশ্ন ।টাকার বিনিময়ে মিলছে জে এস সি ও জে ডি সির প্রশ্ন সাজেশন্স আকারে ।
পরিক্ষার্থী রাত জেগে বসে থাকে প্রশ্নের আশায়।প্রশ্ন না পাওয়া পর্যন্ত পড়া মুখে আসেনা একটি ওয়ার্ড ও।
আপনার মূল্যবান মতামত দিন: