ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১০

রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকার রাস্তা, অলি-গলি তলিয়ে যায়। কোনো কোনো রাস্তা একবারে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। কিছু সড়কে যানবাহন চলাচলে দেখা দিয়েছে ধীরগতি।

এছাড়া বৃষ্টি চলাকালীন মিরপুর এগারোর শাহআলী থানাধীন কর্মাস কলেজের বিপরীত পাশের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রুহুল আমিন।

জানা গেছে, ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকাসহ মিরপুরও পানিতে ডুবে যায়। পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ওই চারজনের মৃত্যু হয়।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন। তাদের মধ্যে একজন শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। 



আপনার মূল্যবান মতামত দিন: