ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৯

পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিছিলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।

শুক্রবার বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। 

এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ঘটনার সঙ্গে জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তান জড়িত থাকতে পারে।

বোমা হামলায় ৫২ জন নিহত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহী। 

মাসতাংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাউল মুমিন জানান, আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলের জন্য যখন মানুষ জড়ো হন তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সূত্র : রয়টার্স 



আপনার মূল্যবান মতামত দিন: