ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা সভা অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৭ ১৯:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৭ ১৯:৩৬


অধকিারপত্র


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয় ।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াছমিন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কালাম, উপজেলা সাব রেজিস্ট্রার এবিএম নুরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনহর সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, ক্রাইমভিশন সম্পাদক ও মাই টিভি মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন বাবুল, মোঃ মোস্তফা ও আল মাসুদপ্রমুখ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে মাদক বিক্রি ও নাশকতা,বাল্য বিয়ে রোধ,মাহেন্দ্র, চুরি বৃদ্ধি, ট্রলারে মাটি বিক্রয়, শিক্ষকদের ভর্তি বানিজ্য, যানজট, মোবাইল কোর্ট,অক্টেরিক্সা সহ বিিিভন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় । গত মিটিংয়ের আলোচনার পর্যালোচনাও করা হয় ।
ক্রাইমভিশন সম্পাদক ও মাই টিভি মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, যেখানে থানায় গাড়ী রাখা নিরাপদ নয়,সাংবাদিকের গাড়ী থানা থেকে চুরি হয়,উপজেলা পরিষদ থেকে সোলার চুরি হয় সেখানে জনগণের নিরাপত্তা কোথায়? তারাই ডাকাত হয়ে ডাকাতি করবে এবং থানার অস্ত্র লুট করবে । যে সকল খাস জমি আলোর মুখ দেখেনি অথচ সে সব জমি এক সময় শ্রেণী পরিবর্তন করে সেখানে হাউজিং কোম্পানীরা মাটি ভরাটে ব্যস্ত রয়েছে । তিনি উপজেলার প্রধান সড়কগুলোতে সিসি ক্যামেরা স্থাপনেরও দাবী জানান ।
রশুনীয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার তার বক্তব্যে উপজেলা সদরে ২০ সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা দেন ।
আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ বলেন, আইন শৃঙ্খলার অবনতি হলে প্রশাসনের আশায় বসে থাকা যাবে না । স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে এগিয়ে আসতে হবে । না হলে কখনই আইনশৃঙ্খলার উন্নতি হবে না ।



আপনার মূল্যবান মতামত দিন: