ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

গাজা-ইসরায়েল যুদ্ধ ঘিরে বড় সংঘাতের আশঙ্কা রাশিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩ ২২:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩ ২২:১৩

গাজা-ইসরায়েল যুদ্ধ কেন্দ্র করে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। 

তিনি বলেন, আমরা আবারও ইরানকে দোষারোপ করার চেষ্টা প্রত্যক্ষ করছি। আমরা এসব অভিযোগকে বেশ উস্কানিমূলক বলে মনে করি।

ইরানের নেতৃত্ব একটি দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করে এবং এই সংঘাতকে সমগ্র অঞ্চলে- প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখার আহ্বান জানায়।

সূত্র: আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: