ঢাকা | রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপির সব ডেটলাইনই ভুয়া : সালমান এফ রহমান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৩ ১৪:২৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৩ ১৪:২৩

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ২৮ অক্টোবর ও ৩ নভেম্বর সরকার পতনে বিএনপি যে ডেটলাইন দিয়েছিল তা এখন জনগণের কাছে ভুয়া প্রমাণিত হয়েছে। বরং হরতাল-অবরোধ দিয়ে জ্বালাও-পোড়াও করে তারা দেশের অর্থনৈতিক ক্ষতি তো করছেই, সেই সঙ্গে নিজেদের গ্রহণযোগ্যতাও হারাচ্ছে। 

আজ শুক্রবার ঢাকার নবাবগঞ্জে ৩৭১ কোটি টাকা ব্যয়ে কালীগঙ্গা নদীপারের মানুষের কাঙ্ক্ষিত বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে সালমান এফ রহমান এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: