odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

বলিউডে মুক্তি পাচ্ছে জয়ার ‘কড়ক সিং’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ November ২০২৩ ১৪:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ November ২০২৩ ১৪:০৬

গত বছর নিজের প্রথম বলিউড ছবি ‘কড়ক সিং’-এর শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। এরই মধ্যে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। সিনেমা হলে নয়, ওটিটি প্ল্যাটফরম জি-ফাইভে শিগগিরই মুক্তি পাবে হিন্দি ছবিটি। সাধারণত ছবি মুক্তির দিন ১৫ আগে ফার্স্ট লুক প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্মগুলো।

ধারণা করা হচ্ছে, এ মাসেই, নয়তো ডিসেম্বরের শুরুতে মুক্তি দেওয়া হবে ‘কড়ক সিং’। জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বলিউডের পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাংঘী, পার্বতীসহ অনেকে।

সিনেমাটি পরিচালনা করেছেন ‘পিঙ্ক’ খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। আসন্ন সিনেমাটিতে আরো আছেন সানজানা সাংভি ও দক্ষিণের অভিনেত্রী পার্বতী থিরুভোথু।



আপনার মূল্যবান মতামত দিন: