ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

গাজায় হাসপাতালের ভেতরে ১৭০ জনকে গণকবর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩ ২০:৫২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩ ২০:৫২

বিবিসির প্রতিবেদক মঙ্গলবার সকালেই জানিয়েছিলেন গাজার আল-শিফা হাসপাতালকে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। কাউকে হাসপাতালটিতে ঢুকতেও দেওয়া হচ্ছে না। বের হতেও দেওয়া হচ্ছে না। এমনকি হাসপাতালের ভেতরেই এ ভবন থেকে ও ভবনে যাওয়াও ঝুঁকিপূর্ণ।

ফলে হাসপাতালের ভেতরে থাকা মৃত রোগীদের মরদেহ নিয়ে বিপাকে পড়ে কর্তৃপক্ষ।

শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাসপাতালে অভ্যন্তরেই ১৭৯ জনের মরদেহ গণকর দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ।  

হাসপাতালের প্রাঙ্গণে শিশুসহ সবার মরদেহগুলো এক সাথে সমাহিত করা হয়েছে বলে জানান হাসপাতালটির পরিচালক। তিনি বলেছেন, ‘হাসপাতাল কমপ্লেক্সে মরদেহগুলো পড়ে ছিল। মর্গে আর কোনো বিদ্যুতও নেই। ’ ‘সে কারণেই আমরা তাদের গণকবর দিতে বাধ্য হয়েছি।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: