ঢাকা | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

সতেরো দিনে ১১৮ কোটি ডলার প্রবাস আয়

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩ ২০:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩ ২০:৪৫

চলতি নভেম্বর মাসের ১৭ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ১২৪ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা)। 

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি ৮৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, কৃষিব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৫১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোট চার লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ মার্কিন ডলার।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: