ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষনকে বিশ্ব মানচীত্রে অন্তর্ভূক্তি করায় আনন্দ শোভাযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭ ১৪:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭ ১৪:৩৮

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন এর আয়োজনে শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষন ইউনোস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্তি হওয়ায় আনন্দ শোভাযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে বিকাল ৩ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার তানবির মোহাম্মদ আজীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চোকদার, কেদ্রীয় আওয়ামীলীগের সদস্য মোঃ গিয়াস উদ্দিন। সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও বনিক সমিতির সভাপতি।

উপজেলা নির্বাহী অফিসার তানবির মোহাম্মদ আজিম তার বক্তব্যে বলেন, শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষনকে বিশ্ব মানচিত্রে অন্তর্ভূক্ত করায় আগামী ২৫শে নভেম্বর দেশীব্যাপী আনন্দ শোভাযাত্রা আয়োজনের ধারাবাহিকতায় সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনগণ ও উপজেলার প্রত্যেকটি স্কুল কলেজ সহ সকল সংগঠনকে আনন্দ শোভাযাত্রার আহবান জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন: