odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ November ২০২৩ ১১:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ November ২০২৩ ১১:২৬

মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা বাংলাদেশি নাগরিক বলে পেনাংয়ের এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অন্তত নয়জন শ্রমিক ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েন। নিখোঁজদের মধ্যে আরো বাংলাদেশি থাকতে পারেন।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।

পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ জানিয়েছেন, এখন পর্যন্ত উদ্ধারকারীরা আটকা পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন।

মোহাম্মদ উসুফ বলেন, এখন পর্যন্ত তারা নিহত তিনজনকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। গুরুতর আহত আরো দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, তাদের ধারণা ধসে পড়া কাঠামোর নিচে আরো চারজন এখনো আটকা আছে। এসব শ্রমিকরা সবাই বাংলাদেশি নাগরিক। তবে অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত আছে।



আপনার মূল্যবান মতামত দিন: