ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আফগানিস্তানে শিয়া ধর্মগুরুদের বহনকারী গাড়িতে গুলি: নিহত ৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩ ২১:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩ ২১:১৫

শুক্রবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে দুই শিয়া ধর্মগুরুকে বহনকারী একটি রিকশায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গুলি চালালে অন্তত সাতজন নিহত হয়েছেন। একজন গোয়েন্দা কর্মকর্তা ও বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন।

হেরাতের গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তা বলেন, হামলাটি শহরের কোরা মিলি এলাকায় হয়েছে। এতে সাতজন নিহত ও একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন এবং দুই ধর্মগুরুই নিহত হয়েছেন।

শিয়ারা আফগানিস্তানে সংখ্যালঘু এবং অধিকাংশই হাজারা সম্প্রদায়ের। তারা প্রায়ই ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের আক্রমণের লক্ষ্যবস্তু হয়। গোষ্ঠীটি তাদের ধর্মদ্রোহী বলে মনে করে।

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: