ঢাকা | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

ভেতরে ভেতরে অনেকেই বলছেন জীবনেও আর বিএনপি করব না: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩ ২০:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩ ২০:০৬

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শাজাহান ওমরের মতো অনেকেই ভেতরে ভেতরে বলছেন জীবনেও আর বিএনপি করব না। প্রার্থী স্বতন্ত্র হোক বা দল মনোনীত হোক- এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

আজ শনিবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বের প্রতি দলটির নেতাকর্মীরা হতাশ এবং আস্থা হারিয়ে ফেলেছে। এ থেকেই দলটির সাবেক ও বর্তমান নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন। কাজেই অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায়- ২৯টি নিবন্ধিত দল অংশ নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: