ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৪

উত্তর তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বলছেন। দেশটির হানাং পর্বতের ঢালের কাছে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

রাষ্ট্রপতি সামিয়া হাসানের নির্দেশে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘরবাড়ি ও অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অনেক রাস্তা কাদা, পানি এবং গাছ ভেঙ্গে পড়ে বন্ধ হয়ে পড়েছে।  

গত শনিবার রাজধানী ডোডোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) উত্তরে কাটেশ শহরে ভারি বৃষ্টিপাত হয় বলে জেলা প্রশাসক জেনেথ মায়াঞ্জা জানিয়েছেন। উত্তর তানজানিয়ার মানিয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার কুইন সেন্ডিগা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আজ (গতকাল রবিবার) সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ ও আহত ৮৫ জনে পৌঁছেছে।’ হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।

সূত্র: আল জাজিরা, বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: