
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০ টা থেকে ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের কক্ষে ভোট গ্রহন শুরু করে বিকাল ৪টা প্রর্যন্ত ভোট গ্রহন শেষ হয়।
মোট ভোটার সংখ্যা ৪৯৫ জন এর মধ্যে পুরুষ ৩৫৮ জন, ও ১৩৭ জন নারী ভোটার রয়েছে । পরিচালনা পরিষদের নিবার্চনে প্রার্থী হিসেবে ৭ জন পুরুষ ও ২ নারী প্রতিদ্বন্দীতা করেন। মোঃ শফিকুল ইসলাম (তরুন) ২৫৭ ভোট, মোঃ মোস্তফা শিকদার ২৭২ ভোট, মোঃ তরিকুল ইসলাম ২২৩ ভোট, নাহিদা বেগম ২০৪ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম জানান, আমি প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বে আছি। সুষ্ঠ ভাবে ভোট গ্রহন চলছে। সকাল থেকে নারী/পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু করে বিকাল ৪ টায় ভোট গ্রহনের সমাপ্তি ঘটে।
আপনার মূল্যবান মতামত দিন: