ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাবি মেট্রো স্টেশন চালু হচ্ছে বুধবার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ২০:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ২০:২৮

মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের বিজয় সরণি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামী বুধবার থেকে চালু হবে। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘আপাতত আগের সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। কারওয়ান বাজার এবং শাহবাগ স্টেশন আগামী জানুয়ারি মাসের মধ্যে চালু হবে।

মেট্রো রেলের সবগুলো স্টেশন চালু হওয়ার তিন মাস পরে অর্থাৎ এপ্রিল মাস নাগাদ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো রেল। আমরা আশা করছি ২০২৫ সালের জুনে মেট্রো কমলাপুর পর্যন্ত চালু হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: