ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি সেনাদের ৭৯টি গাড়ি ধ্বংসের দাবি হামাসের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ২২:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ২২:২৮

হামাস বলছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর ৭৯টি গাড়ি ধ্বংস করেছে।গোষ্ঠীটির সামরিক শাখা জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় তারা ইসরাইলি সেনাবাহিনীর ৭৯টি গাড়ি পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে।

কাসেম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি সুড়ঙ্গে একটি বুবি ফাঁদ স্থাপন করে।  ইসরায়েলি সৈন্যরা এর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে এটি উড়িয়ে দেওয়া হয়।

এছাড়া হামাস আরও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার একটি বাড়ির ভেতরে অবস্থানরত একদল স্থলসেনার ওপর তারা হামলা চালিয়েছে এবং সৈন্যদের মধ্যে ‘আহত’ হওয়ার খবর আছে। 



আপনার মূল্যবান মতামত দিন: