
হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা একদিনেই ইসরায়েলি বাহিনীর ২১ সাঁজোয়াযান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করেছে।
ওই বিবৃতিতে কাসাম ব্রিগেড আরো জানায়, তাদের হামলায় এসময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি আল কাসাম।
এসময় ইসরায়েলি বাহিনীর সাঁজোয়াযানগুলোকে খুব কাছ থেকে আঘাত করা হয় বলেও জানায় আল কাসাম ব্রিগেড।
এই আক্রমণে মর্টার শেল ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এছাড়াও ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হামাস।
আপনার মূল্যবান মতামত দিন: