ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৫ মার্চ থেকে শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:০৭

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:০৭

এ বছরও দ্বিতীয়বার সুযোগ রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ মার্চ। আজ সোমবার বেলা ১২টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের মার্চ মাসের ৫ তারিখ পরীক্ষা শুরু হয়ে ৬ ও ৭ মার্চ পর্যন্ত ৩ দিনে ৩ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন: