
গাজায় অভিযান চালানোর সময় হামাসের হাতে আটক তিন জন জিম্মিকে ভুলবশত হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার এক বিবৃতিতে গাজায় জিম্মি তিন ইসরায়েলি নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহতরা হলেন ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালোন শামরিজ (২৬)।
আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গাজার উত্তরাংশে শেজাইয়া এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় স্থলবাহিনীর সেনাদের গুলিতে এই তিন জিম্মি নিহত হয়েছেন। কী কারণে এই ভুল ঘটল, তার অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে উল্লেখ করা হয় বিবৃতিতে।
সূত্র: রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: