ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

লিবিয়ায় ৬১ জন নারী ও শিশুসহ শরণার্থী জাহাজ ডুবি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৯:০৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৯:০৯

লিবিয়ায় শরণার্থী বোঝাই একটি ‘মর্মান্তিক’ জাহাজডুবির ঘটনা ঘটেছে।  নারী ও শিশুসহ অন্তত ৬১ জন শরণার্থী ও অভিবাসী প্রত্যাশী পানিতে ডুবে গেছেন।  আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির লিবিয়া অফিস জীবিতদের বরাত দিয়ে জানায়, নৌকাটিতে প্রায় ৮৬ জন যাত্রী ছিল।

আইওএমের লিবিয়া কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারা থেকে জাহাজটি ছেড়ে যাওয়ার পর প্রবল ঢেউয়ের আঘাতে ডুবে যায়। এতে ‘বিপুল সংখ্যক অভিবাসী’ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। 

আইওএম অফিস জানিয়েছে, সর্বশেষ ঘটনায় নিহতদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক এবং প্রায় ২৫ জনকে উদ্ধার করে লিবিয়ার ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: