
ভবিষ্যতে ন্যাটোভুক্ত দেশেও আক্রমণ চালাতে পারে রাশিয়া- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই দাবিকে সম্পূর্ণ ‘ননসেন্স’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে এ ধরনের সংঘাতকে তার দেশের স্বার্থের বিরুদ্ধে বলেও উল্লেখ করেন পুতিন।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এক সাক্ষাৎকারে রবিবার পুতিন বলেন, “সম্পূর্ণ ননসেন্স একটি কথা বলা হয়েছে। আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এটি বুঝতে পেরেছেন।
রাশিয়ার কোনও স্বার্থ, কারণ বা ভূ-রাজনৈতিক স্বার্থ নেই। ন্যাটো দেশগুলোর সঙ্গে লড়াই করার কোনও অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক স্বার্থ নেই। বাইডেন এই অঞ্চলে তার ‘ভুল নীতি’কে বৈধতা দিতে এই ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। ”
সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান
আপনার মূল্যবান মতামত দিন: